টিকা নিয়ে উদ্বেগের কিছু নেই : সেতুমন্ত্রী

করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যতক্ষণ পাশে আছেন, ততক্ষণ ভ্যাকসিন নিয়ে উদ্বেগের কারণ নেই। এই দুঃসময় দ্রুতই কেটে যাবে।

রোববার (২ মে) সিলেট জোন বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, করোনাকে বুঝা বড়ই মুশকিল, কখন কি রূপ ধারণ করে বুঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরার কোনও বিকল্প নেই। স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমাদের আরও মনোযোগী ও আন্তরিক হতে হবে।

তিনি আরও বলেন, করোনা সামলাতে ভারতের মতো দেশ হিমশিম খাচ্ছে। সেখানে একটি বেডের জন্য, অক্সিজেনের জন্য করোনা রোগীরা হাহাকার করছে। আমরা তার থেকে অনেক ভালো আছি। আমাদের হাসপাতালগুলোতে এখনও বেড খালি রয়েছে। এই অবস্থা ধরে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

 

টাইমস/এসএন

Share this news on: