বাবাকে শায়েস্তা করতেই তার ছেলেকে খুন

সিলেটের গোয়াইনঘাটে বাবাকে শায়েস্তা করতে তার ৬ বছরের শিশুকে গলা কেটে হত্যার কথা জানিয়েছেন অভিযুক্ত আবরাবুল হক।

শুক্রবার বিকেলে শিশুটিকে হত্যার দায় স্বীকার করে আবরাবুল সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন।

আদালতে আবরাবুল হক বলেন, সোয়াব আলী কালা মিয়াকে শায়েস্তা করতে তার ছেলেকে হত্যা করি। ঘাতক আবরাবুল হক গোয়াইনঘাট থানার ফেনাইকোনা গ্রামের নুর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়।

নিহত শিশুটির নাম দেলোয়ার হোসেন সাহেল (৬)। সে উপজেলার ফেনাইকোনা ফুড়িগ্রামের সোয়াব আলী কালা মিয়ার ছেলে। সোহেল স্থানীয় লাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার রাতে বাড়ির পার্শ্ববর্তী একটি কবরস্থান থেকে শিশুটির লাশের সন্ধান পায় এলাকাবাসী। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।

আদালতে আবরাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে হিল্লোল রায় জানান, ঘটনার কিছুদিন আগে আবরাবুল তার প্রেমিকাকে নিয়ে জাফলং যায়। সেখানে চা-বাগানে তাদেরকে আপত্তিকর অবস্থায় লোকজন তাদেরকে আটক করে। সে সময় তাদের অভিভাবকদের খবর দেয়া হয়। খবর পেয়ে নিহত শিশু সোহেলের বাবা সোয়াব আলী কালা মিয়াসহ লোকজন নিয়ে তাদের অভিভাবকরা সেখানে যায়। তখন কালা মিয়া আসামি আবরাবুল হককে শাসন ও গালাগালি করে। এ ছাড়াও আবরাবুলের বাবা-মা ও ভাইদের তাকে (আবরাবুল) শাসন করতে বলেন। এ ঘটনার পর আবরাবুলকে বাড়ি থেকে বের করে দেয় তার পরিবার। এ নিয়ে আবরাবুল ক্ষিপ্ত হয়ে কালা মিয়াকে ‘শিক্ষা দেয়ার’ জন্য তার ছয় বছরের শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দেয়।

হিল্লোল রায় আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে খুনি আবরাবুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

টাইমস/জিএস 

Share this news on: