অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর। যেখানে এখন পর্যন্ত আট দলের মধ্যে চার দলেই করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট চালু রাখতে হিমশিম খাচ্ছে আয়োজকরা। ফলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন আইপিএল ২০২১ পুরো মৌসুমের জন্যই স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, আইপিএলের সভাপতি ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আইপিএল সংশ্লিষ্ট সবার নিরাপত্তার কথা ভেবেই তা স্থগিত করা হয়েছে।

গত দুইদিন ধরে করোনাকে ঘিরে একের পর এক নেতিবাচক খবরই পাচ্ছে আইপিএল। সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান শাহা ও দিল্লি ক্যাপিটালসের স্পিনার অমিত মিশ্রা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে চলমান আইপিএলে চতুর্থ দল হিসেবে কোভিডের আক্রমণ হলো।

এর আগে কলকাতা নাইট রাইডার্সের কয়েকজন ক্রিকেটার ও স্টাফের কোভিড পজিটিভ হয়েছিল। পরে চেন্নাই সুপার কিংসের কয়েকজন স্টাফেরও করোনায় আক্রান্তে খবর পাওয়া যায়। এমন দিশেহারা অবস্থায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৬৯৯। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণহানি হয়েয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮১ জন।

 

টাইমস/এসজে

Share this news on: