করোনায় স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা, রাবিতে খুলছে না হল

করোনা প্রাদুর্ভাবের কারণে হল বন্ধ রেখেই ২০ জুন থেকে সরাসরি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। ২০১৯ সালে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ২০ জনু থেকে শুরু হবে। এ পরীক্ষায় শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অনুষদ ডিন, বিভাগের সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালে যেসব বিভাগে পরীক্ষা করোনার কারণে স্থগিত হয়েছিল। সেই পরীক্ষাগুলো ২০ জুন থেকে শুরু হবে। সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তিনি আরও বলেন, বিভাগের একাডেমিক কমিটি নির্ধারিত তারিখকে সামনে রেখে নিজেদের সুবিধা মতো রুটিন তৈরি করে পরীক্ষা গ্রহণ করবে। সিলেবাস সংক্ষিপ্ত করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

টাইমস/এসএন

Share this news on: