গাজায় হামাসের সশস্ত্র মহড়া, ইসরাইলকে কঠিন বার্তা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এবার সশস্ত্র বিজয় র‌্যালি করেছে হামাস। দখলদার ইসরাইলের বিরুদ্ধে টানা ১১ দিনের যুদ্ধে বিজয় দাবি করে এ র‌্যালি করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। র‌্যালিতে হামাসের কয়েকশ সাজোয়া যান অংশ নেয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুন) ভারী আগ্নেয়াস্ত্র, গ্রেনেড লঞ্চার, একে ফোর্টি সেভেন রাইফেল, রকেট লঞ্চারসহ ভারি ও মাঝারি ধরণের যুদ্ধাস্ত্র নিয়ে র‌্যালি বের করে হামাস।

র‌্যালিতে হামাসের হাজার হাজার সদস্য অংশ নেয়। এসময় স্থানীয়রা হামাস সদস্যদের হাত নেড়ে অভিবাদন জানান।

ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সশস্ত্র র‌্যালিতে অংশ নেয়া হামাস সদস্যরা বিজয় উল্লাস করতে থাকেন। এসময় হামাস সদস্যরা বলেন, ইসরাইলকে রুখে দেয়ার সময় হয়েছে। আগের যেকোনও সময়ের চেয়ে হামাস এখন অনেক শক্তিশালী।

প্রসঙ্গত, সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ২৫৩ ফিলিস্তিনি নিহত ও ১৯৪৮ জন আহত হন। অন্যদিকে গাজা থেকে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের ১২ নাগরিক নিহত হয়। পরে মিশরের মধ্যস্থতায় উভয়পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়।

 

টাইমস/এসএন

Share this news on: