আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় দেশটির বিদুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে।

বুধবার (২ জুন) আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা আরব নিউজকে এসব তথ্য জানান।

ওই সরকারি কর্মকর্তা জানান, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় পৃথক বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। প্রথম বোমা হামলাটি হয় মঙ্গলবার কাবুলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির উপদেষ্টা মোহাম্মদ মুহাক্কিকের বাড়ির পাশে। একটি মিনিবাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ৬ জন নিহত হন।

এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বুধবারের বিস্ফোরণে রাজধানী কাবুলে একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্যবস্তু বানানো হয়। এ হামলায় প্রাণ গেছে চারজনের।

তবে এসব হামলার ঘটনায় কোন পক্ষই এখনও দায় স্বীকার করেনি। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এসব হামলার ঘটনায় নিজেদের জড়িত না থাকার কথা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এসএন

Share this news on: