হঠাৎ ভেসে উঠল দানবীয় গর্ত (ভিডিও)

ছোট্ট একটা গর্ত। পাঁচ মিটার প্রশস্ত। কিন্তু রাতারাতি এই ছোট্ট গর্তটি রূপ নিয়েছে দানবীয় গর্তে। ভৌতিক গর্তের পেটে চলে গেছে ৭০ হাজার বর্গফুট আবাদি জমি। শরীর হিম করা এমন আজব ঘটনা ঘটেছে মেক্সিকোর পুয়েবলা রাজ্যে।

বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে স্থানীয়রা প্রথম ছোট্ট একটি গর্ত আবিষ্কার করে। পরে সেটি বাড়তে থাকে। হঠাৎ করে এক রাতের ব্যবধানেই গর্তটি দানবীয় রূপ নেয়। এ খবর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে মেক্সিকোর সরকারি কর্মকর্তারাও গর্তটি পরিদর্শন করেন একাধিকবার। গর্তের আশেপাশের বাসিন্দাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভূ-অভ্যন্তরে ধস হয়েছে। যার ফলে ভূপৃষ্ঠে গর্তের সৃষ্টি হয়েছে। এঘটনা তদন্তে মেক্সিকো সরকার তদন্ত কমিটি গঠন করেছে।

এ ব্যাপারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্টের নিচের অংশ যখন উপরের অংশকে ধরে রাখতে পারে না তখন এ ধরনের গর্ত সৃষ্টি হয়। তবে এত বিশাল গর্তটি সৃষ্টি হওয়ার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

 

টাইমস/এসএন

Share this news on: