বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ১০০

বুরকিনা ফাসোর উত্তরাংশের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করেছে সেদেশের সরকার।

এক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকার জানিয়েছে, হামলাকারীরা শুক্রবার নাইজার প্রদেশ সংলগ্ন ইয়াগহা প্রদেশের সোলহান গ্রামে এই হতাকাণ্ড চালায়। আক্রমণকারীরা রাতে হামলা চালিয়ে বাড়িঘর এবং বাজার জ্বালিয়ে দেয়। এই ঘটনায় বুরকিনা ফাসো সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সম্প্রতি বুরকিনা ফাসোতে বিশেষ করে সীমান্ত অঞ্চলে চরমপন্থি গোষ্ঠীগুলোর হামলা-নাশকতা বেড়ে গেছে। তবে এই হামলার দায় কোনো গোষ্ঠী এখনও স্বীকার করেনি।

এদিকে শনিবারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র বলেছেন, মহাসচিব এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সহিংস চরমপন্থার বিরুদ্ধে এবং অগ্রহণযোগ্য প্রাণহানি ঠেকানোর লড়াই জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দ্বিগুণ করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন।

পশ্চিম আফ্রিকার অন্যান্য প্রতিবেশী দেশের মতো বুরকিনা ফাসোতেও নিরাপত্তার সংকট তীব্র। প্রায়ই সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকায় হানা দেয় এবং দেশের বেশিরভাগ এলাকাতেই অপহরণ একটি নিয়মিত ঘটনা। গত দুই বছরে এসব সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024