রাজশাহীতে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মৃত্যু আরও ৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ জেলায় সংক্রমণ ও হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি চারজন উপসর্গে মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর দুই এবং চুয়াডাঙ্গার একজন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও জানান, রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ