হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হজে যাওয়ার বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পায়নি। এবছর হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় রয়েছি আমরা।

বুধবার (৯ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো হজযাত্রী যেতে পারবে কিনা সে ব্যাপারে আমরা এখনও সৌদি সরকারের কাছ থেকে বার্তা পায়নি। সৌদি বাদশাহ’র পক্ষ থকে এ বিষয়ে আমাদের কাছে কোনো মেসেজ বা চিঠিও আসেনি। এ ধরনের চিঠি বা মেসেজ পেলে তা সংবাদকর্মীদের কাছে পৌছে দেয়া হবে।

ফরিদুল হক খান আরও বলেন, হজ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু সেগুলো মিথ্যা ও বানোয়াট। হজপালনে কোনো সুযোগ এলে আমরা জানাব। সেজন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: