খুলনা মেডিকেলে করোনায় আরও ৬ জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই করোনা আক্রান্ত ছিলেন।

বুধবার (৯ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্রটি জানিয়েছে, করোনায় মৃত ছয় জনের মধ্যে তিন জনের বাড়ি খুলনায়। বাকিদের মধ্যে দুই জনের বাড়ি বাগেরহাট ও একজনের বাড়ি যশোরে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের আইসিইউতে ছিলেন ১৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। জেলার ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন কোভিড পজিটিভ পাওয়া গেছে। জেলায় শনাক্তের হার ২৫ দশমিক ৩৯ শতাংশ।

 

টাইমস/এসএন

Share this news on: