দেশের প্রথম সাইবার থ্রিলার মুভিতে সিয়াম

দেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন হালের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সরকারের আইসিটি বিভিাগের উদ্যোগে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন দীপংকর দীপন। সিনেমাটির চিত্রনাট্য, কাহিনী ও সংলাপও লিখেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুন) অভিনেতা সিয়াম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনেতা সিয়াম জানান, অন্তর্জালে লুমিন চরিত্রে অভিনয় করবেন নায়ক সিয়াম আহমেদ। এই লুমিন রাজশাহীর একজন তরুণ কম্পিউটার প্রোগ্রামার। চাকরির জন্য সিভি নিয়ে অন্যের পেছনে না ঘুরে নিজেই একটি স্টার্ট আপ বানিয়ে অন্যদের চাকরির সুযোগ করে দেয়ার স্বপ্ন নিয়ে লুমিন কাজ শুরু করেন।

সিয়াম আহমেদ গণমাধ্যমকে বলেন, চরিত্রটি জটিল হলেও উপভোগ করার মতো। ব্যতিক্রমী একটি চরিত্র পর্দায় উঠে আসবে। দর্শকরা এবার নতুন কিছু দেখতে পাবে।

জানা গেছে, বুধবার (৯ জুন) প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও অফিসে সিয়াম চুক্তি স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক মোহাম্মদ আলী হায়দার, সাদেকুল আরেফিন এবং সহযোগী প্রযোজক শাহ আমীর খসরু।

আগামী ২৪ জুন থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের প্রথম পর্বের শুটিং শুরু হবে।

 

টাইমস/এসএন

Share this news on: