নিপুণ রায়ের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

শুক্রবার দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয় থেকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে।

ডিবির সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুপুর ১২টার পরে নিপুণ রায়কে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে আটক করে পুলিশ। নিপুণ রায়কে পল্টন থানার নাশকতার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

Share this news on: