সাকিবের শাস্তি প্রত্যাহারের আবেদন মোহামেডানের

সাকিব আল হাসানের শাস্তি প্রত্যাহারের জন্য আবেদন করেছে মোহামেডান। বিসিবি–প্রধান নাজমুল হোসেন বরাবর এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন।

তিনি বলেন, যেহেতু বিসিবি সভাপতি বরাবর চিঠি পাঠিয়েছে মোহামেডান। তাই এ সিদ্ধান্ত এখন বিসিবির হাতে।

চিঠিতে সাকিবের শাস্তির অর্থদণ্ড বহাল রেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছে মোহামেডান। চিঠিতে লেখা আছে, ‘বিসিবির খেলোয়াড় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তক্রমে সাকিব আল হাসানের ওপর আনীত শাস্তির অর্থদণ্ড বহাল রেখে তিন ম্যাচ খেলা থেকে বিরতি থাকার বিষয়টি প্রত্যাহার করে নেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।’

গত শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথমে আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। পরে বৃষ্টির কারণে খেলা থামিয়ে দেয়ার নির্দেশ দেয়ায় স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মারেন তিনি। এ দুই অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবের।

শাস্তির এ সিদ্ধান্ত মোতাবেক মোহামেডানের অষ্টম, নবম ও দশম রাউন্ডের ম্যাচ মাঠের বাইরেই থাকতে হবে সাকিবকে। এরই মধ্যে আজ হয়ে গেছে অষ্টম রাউন্ডের খেলা। সাকিবকে ছাড়াই বৃষ্টি আইনে ৯ রানে জিতেছে মোহামেডান। তবে পরের দুই রাউন্ডে সাকিবকে নিয়েই মাঠে নামতে চায় তারা।

 

টাইমস/এসজে

Share this news on: