টাঙ্গাইলে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় সাত দিনের কঠোর লকডাউন জারি করেছে জেলা প্রশাসন।

রোববার (২০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক ড. আতাউল গনি এ সিদ্ধান্ত নেন।

জেলা প্রশাসক ড. আতাউল গনি গণমাধ্যমকে বলেন, করোনা নিয়ন্ত্রণে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ থেকে ২৮ জুন সাত দিনের কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এসব এলাকার কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া হোটেল, মার্কেটসহ সবই বন্ধ থাকবে। এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবাহী ট্রাক ছাড়া রিকশা, ইজিবাইক, সিএনজিসহ যাবতীয় যানবাহন বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হয়।

 

টাইমস/এসএন

Share this news on: