পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

পাকিস্তানের সাথে বাণিজ্যিক ও বিনিয়োগ চুক্তি করতে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার সফরে পাকিস্তানের সাথে ১০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চু্ক্তি সাক্ষরিত হবে বলে জানা যায়।

কূটনৈতিক সূত্র ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালিকি এর আগে জানিয়েছিলেন, ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে আসবেন সৌদি যুবরাজ। তবে এ বিষয়ে সৌদি মন্ত্রণালয় কোন তথ্য প্রদান বা কর্মসূচি ঘোষণা করেনি।

সৌদির এক কর্মকর্তা পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনকে জানান, ইসলামাবাদ সফরে যুবরাজের ব্যক্তিগত ব্যবহারের জন্য এরই মধ্যে পাঁচ ট্রাক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে।

সৌদি যুবরাজ ও ইসলামাবাদের মধ্যে যেসব চুক্তি হওয়ার কথা রয়েছে তার মধ্যে প্রধান চুক্তি পাকিস্তানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী গোয়াদরে একটি তেল শোধনাগার নির্মাণ। সৌদি আরবের পূর্বঘোষিত ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে এই শোধনাগার তৈরি করা হবে।

পাকিস্তানের বিনিয়োগ বোর্ডের প্রধান হারুন শরিফ জানান, সৌদি আরব পাকিস্তানে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যালস, পুনঃনবায়নযোগ্য শক্তি ও খনি খাতে বিনিয়োগ প্রদানে আগ্রহী।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: