মগবাজার বিস্ফোরণ সাধারণ বিস্ফোরণ নয় : বিশেষজ্ঞ টিম

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণটি সাধারণ বিস্ফোরণ নয় বলে জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। সোমবার (২৮ জুন) সকালে অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা জানায়।

পরে সাংবাদিকদের বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক জানান, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে। বিভিন্ন ধরনের গ্যাস জমে এ বিস্ফোরণ হতে পারে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা।

তিনতলা ভবনটির একাংশ ধসে পড়েছে। আশপাশের ডজনখানেক ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নারী শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on: