আগামী সপ্তাহে টিকার বড় চালান আসছে : স্বাস্থ্যের ডিজি

আগামী সপ্তাহে করোনার টিকার বড় চালান দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মেহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, আমাদের টিকা দেয়ার সক্ষমতা আছে। টিকা যেহেতু আসছে, সেহেতু ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসবো। যার ফলে টিকার মাধ্যমে দেশের বড় জনগোষ্ঠীকে সুরক্ষিত করতে পারবো।

তিনি আরও বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় গ্রামের মানুষকেও টিকার আওতায় আনতে চাই। পাশাপাশি যে শ্রমিকরা বিদেশে যাবেন তাদের টিকা প্রদানে অগ্রাধিকার দেয়া হবে।

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে। আমরাও সেই রাজনীতির শিকার। তবে টিকা আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: