চুয়াডাঙ্গায় করোনায় প্রাণ গেল ১৩ জনের

সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৮৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএস এম ফাতেহ আকরাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন। এছাড়া চুয়াডাঙ্গা সদরে ১৮, আলমডাঙ্গায় ১২, দামুড়হুদায় ২১ এবং জীবননগরে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনাক্ত হওয়ার আগেই উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। এতে করে জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ভয়ে করোনা পরীক্ষা না করে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।

 

টাইমস/এসএন

Share this news on: