‘কঠোর লকডাউন’ কতটা কঠোর হবে, জানালেন সচিব

আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। এই লকডাউন কঠোর ভাবে এবার কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামীকাল মঙ্গলবার (২৯ জুন) এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসবে। তবে অন্যবারের চেয়ে এবারের কঠোর লকডাউন খুব কড়াকড়ি করা হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, এবার লকডাউনে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এর আগের লকডাউনে মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হওয়ার সুযোগ থাকলেও এবার তা থাকছে না।

তিনি আরও বলেন, লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহলে থাকবে। সব ধরনের ব্যবস্থা নেয়ার ক্ষমতা তাদের দেয়া হবে। এই লকডাউনে দরিদ্রদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা থাকবে। করোনা সংক্রমণ রুখতে কঠোর লকডাউনের বিকল্প নেই।

 

টাইমস/এসএন

Share this news on: