উপেক্ষিত লকডাউন : সাতক্ষীরায় করোনায় আরও ৭ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে জেলায় ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

সোমবার (২৮ জুন) সকাল পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এসব রোগীর মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় চলমান লকডাউনে পুলিশের বাধা ও সড়কে দেয়া ব্যারিকেড মানছে না সাধারণ জনগণ। স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে মানুষ, হাটবাজার করছে। দোকানপাট বন্ধ থাকলেও সুযোগ পেলেই দোকান খুলে বসছেন ব্যবসায়ীরা।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত গণমাধ্যমকে জানান, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: