শতবর্ষপূর্তিতে শিক্ষার্থীদের সুখবর দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

আজ ১ জুলাই। শতবর্ষে পা রাখল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনার কারণে বিশ্ববিদ্যালয়টির শতবর্ষপূর্তি উপলক্ষে এবার তেমন কোনো আয়োজন নেই। তবে বর্ষপূর্তির দিনেই শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে ঢাবি প্রশাসন। ছাত্র-ছাত্রীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ করেছে কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সীমাবদ্ধতা এবং চাহিদা বিবেচনায় আবাসন ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: