মর্ডানার ১২ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল

করোনাভাইরাস রোধে কোভ্যাক্সের আওতায় আগামী দুদিনে দেশে পৌছবে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা। এর মধ্যে শুক্রবার (২ জুলাই) মর্ডানার ১২ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে ঢুকবে।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্না থেকে মোট ২৫ লাখ টিকার প্রথম চালানে ১২ লা ডোজ আসবে। পরদিন ৩ জুলাই আসবে বাকি ১৩ লাখ।

আগামীকাল এ টিকা বুঝে নিতে রাত ১১টা ২০ মিনিটে তিনি বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান।

প্রসঙ্গত, গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকা অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর আগে গত ২৫ জুন কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশ পাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

টাইমস/এসএন

Share this news on: