সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ

সুন্দরবনের নদী খালে আগামী দুই মাস সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন-বিভাগ। প্রতি বছরের জুলাই ও আগস্ট মাস মৎস্য প্রজনন মৌসুম, তাই এ সময়ে সাধারণত মাছ ডিম ছাড়ে।

তাই প্রতি বছরের মতো চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব প্রকার মাছ ধরা বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে অভয়ারণ্য এলাকাসহ ১৮টি খাল এবং ২৫ ফুটের কম প্রসস্ত খালে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ।

তবে প্রজননের জন্য জুলাই ও আগষ্ট দুই মাস বনের সকল খালে মাছ ধরা বন্ধ করা হয়। সুন্দরবন পুর্ব বিভাগীয় অফিস এসব তথ্য জানিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: