পাকিস্তানে মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী আলী ইউসুফজাইয়ের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

মঙ্গলবার ইসলামাবাদের বিচারক সাইদ কাসুর আব্বাসি জাইদি এ পরোয়ানা জারি করে বলে জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ডট কম।

ডন ডট কমের খবরে বলা হয়, ইউসুফজাইকে আদালতে হাজির হওয়ার জন্য বারবার নির্দেশনা দেওয়া হলেও তিনি উপেক্ষা করেন। তাই বিচারক তাকে গ্রেফতার করে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০১৪ সালে ইসলামাবাদে ডি-চকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরান খান ও তার সহযোগী পিটিআই নেতা আরিফ আলভী, আসাদ ওমর, শাহ মেহমুদ কোরেশী, শাফকাত মাহমুদ ও রাজা খুররাম নওয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেন পুলিশ।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: