নির্বাচনকে চ্যালেঞ্জ করে বিএনপির আরও ৫ প্রার্থীর মামলা

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির আরও পাঁচ প্রার্থী সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করেছেন ।

বৃহস্পতিবার সকালে বিএনপির এ পাঁচ প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে মামলাটি দায়ের করেন।

এর আগে মঙ্গল ও বুধবার ধানের শীষের সাত প্রার্থী একই বিষয়ে মামলা দায়ের করেন। এ নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে মামলা হলো ১২টি।

মামলার বিষয়টি নিশ্চিত করে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার মামলা করেছেন ঢাকা-৫ আসনের বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান, মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত, নরসিংদী-৫ আসনের ইঞ্জি. আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ।

এর আগে বুধবার মামলা করেন বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসনের আবদুল হাই ও ভোলা-২ আসনের প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম।

মঙ্গলবার ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী মামলা করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: