কাবুল বিমানবন্দরে আত্মঘাতি হামলায় নিহত বেড়ে ৬০

কাবুল বিমানবন্দরের ফটকে বিস্ফোরণে নিহ‌তের সংখ‌্যা বে‌ড়ে ৬০। নিহ‌তের ম‌ধ্যে মা‌র্কিন সৈন‌্য র‌য়ে‌ছেন।

তালেবানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন হামলাটি আত্মঘাতী।

নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সেখাানে তালেবানের নিয়োজিত নিরাপত্তা কর্মীদের কয়েকজনও আহত হয়েছে।

তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকেই জীবন বাঁচাতে আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন বিদেশি নাগরিক ও আফগানরা। দেশত্যাগে তাঁরা ব্যবহার করছেন হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। ১৫ আগস্ট তালেবানের হাতে ক্ষমতা আসার পর থেকে বিমানবন্দরের দিকে হাজারো মানুষের স্রোত। এরই মধ্যে ৮২ হাজারের বেশি মানুষকে উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, বিস্ফোরণটি বিমানবন্দরের অ্যাবি গেটে হয়েছে। সম্প্রতি সেখানে যুক্তরাজ্যের বাহিনীকে মোতায়েন করা হয়েছে। বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় এই গেটটিসহ তিনটি গেট (পূর্ব গেট ও উত্তর গেট) গতকাল বুধবারই বন্ধ করে দেওয়া হয়েছিল। 

Share this news on: