ইভ্যালিতে বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে যমুনা

মার্কেটে ইভ্যালি নিয়ে নেতিবাচক খবর বেশি থাকায় সেখানে বিনিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে যমুনা গ্রুপ। একটি পক্ষ ভুল বুঝিয়ে ইভ্যালিতে বিনিয়োগে আকৃষ্ট করেছিলো যমুনা গ্রুপকে।  এখন যমুনা গ্রুপ নিজেই ই-কমার্স সাইট চালু করবে। যেখানে বিভিন্ন পণ্য বিক্রি হবে। 

বাংলাদেশ টাইমসকে জানিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক  মনিকা ইসলাম।

যমুনা গ্রু‌পের প‌রিচালক ( মার্কেটিং, সেলস এন্ড অপারেশনস) মোহাম্মদ আলমগীর আলম জানান, ইভ্যালিতে বিনিয়োগের আ‌গে  গ্রাহকদের ও পণ্য সরবরাহকারীদের পাওনা বা দায় দেনা নির্ধারণের লক্ষ্যে যমুনা গ্রুপের অডিট চলছে।


যেহেতু এখনো অডিট কার্যক্রম শেষ হয় নি ও অডিটের চূড়ান্ত রিপোর্ট যমুনা গ্রুপের হাতে এখনো আসে নি তাই ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত কোন অফিশিয়াল স্টেটমেন্ট দিতে প্রস্তুত নয়। অডিট শেষ হলে যথাসময়ে যমুনা গ্রুপ তার বিনিয়োগের সিদ্ধান্ত ও বিস্তারিত কর্মপদ্ধতি মিডিয়ার সামনে প্রকাশ করবে জানান আলমগীর।




Share this news on: