১৫ বাংলাদেশির দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

আফগানিস্তানের কাবুলে দুই দফা বিস্ফোরণের ঘটনার পর ১৫ বাংলাদেশির দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাঁদের সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীরও ফেরার কথা ছিল।


জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার তাঁদের বাংলাদেশে আসার কথা ছিল। গত বুধবার দুপুর থেকে তাঁরা দেশে ফেরার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অপেক্ষায় ছিলেন।


গতকাল বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে অপেক্ষমাণ ১৫ বাংলাদেশির একজন রাজীব বিন ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বুধবার বেলা দুইটা থেকে বিমানবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছি। এখনো আমরা বিমানবন্দরের গেটের বাইরে আছি।’ রাজীব বিন ইসলাম গতকাল রাত ১২টার দিকে জানান, বাংলাদেশিরা সবাই সুস্থ আছে। তবে পরিস্থিতি ভীতিকর।

Share this news on: