শতাধিক যাত্রীর প্রাণ বাঁচানো পাইলট এখন 'ক্লিনিক্যালি মৃত'

আকাশপথে হার্ট অ্যাটাক হওয়া সত্ত্বেও শতাধিক যাত্রীকে প্রাণে বাঁচানো পাইলট এখন 'ক্লিনিক্যালি মৃত'। বাংলাদেশ বিমানের সিনিয়র পাইলট শোয়াইব চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোশান ফুলবান্ধে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে বলেন, 'ক্যাপ্টেন নওশাদের অবস্থা গুরুতর। তিনি সম্পূর্ণ ভেন্টিলেশনের সহায়তায় বেঁচে আছেন। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় আছেন'।
গত শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন কাইউম অসুস্থ বোধ করেন। পরবর্তীতে বিমানটিকে নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

Share this news on: