রাজধানীতে অস্ত্রবহন ও মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা

সেপ্টেম্বরের প্রথম দিন থেকে রাজধানীর কিছু এলাকায় অস্ত্রসস্ত্র বহন ও মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চতুর্দশ অধিবেশন নির্বিঘ্ন করতেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৩১ আগস্ট মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকবে- জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও সংলগ্ন রাস্তা ও গলিপথ। ঢাকা-ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।

Share this news on: