‘শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে না’

পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না। নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন করবেন। যেটা নিয়ে কারও প্রশ্ন থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তব্যে কবিতা খানম এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন কোনো দেশেই হয় না; আমাদের দেশেও হবে না। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেটি সব প্রশ্নের ঊর্ধ্বে থাকে।

নির্বাচনে উৎসবের আমেজ যেন কোনোভাবে বৈরী হয়ে না ওঠে, সে বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারদের সতর্ক থাকার আহবানও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশে আজ নির্বাচনের হাওয়া বইছে। সংসদ গঠন না হওয়া পর্যন্ত এই হাওয়াটা যেন কোনোভাবেই বৈরী না হয়- এ নির্দেশনা অবশ্যই আপনাদের প্রতিপালন করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন ও গ্রহণযোগ্য নির্বাচন ‍তুলে আনার ক্ষেত্রে আপনারা সৎ থাকবেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হয় জনগণের কাছে। সুতরাং এমন কোনো নির্বাচন তারা করতে চান না, যার জন্য জনগণের প্রশ্নের মুখে পড়তে হয়।

৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২ ডিসেম্বর বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।

 

 

Share this news on: