সিলেট ৩ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত এই ভোটগ্রহণ।

শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একযোগে ১৪৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

সকালে সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে তবে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।
এছাড়া ইভিএম পদ্ধতিতে অভ্যস্ত না হয় সাধারণের ভোট দিতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী মোটরকার প্রতীকের বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নৌকা প্রতীকের প্রার্থী অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের প্রতীকের প্রার্থী ভোটের আগে কালোটাকা ছেড়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন লাঙ্গলের প্রার্থী আতিকুর রহমান আতিক।

Share this news on: