সীমানা নির্ধারণ ছাড়াই হবে সংসদ নির্বাচন

নির্বাচন কমিশনকে আইনের অধীনে বিধি প্রণয়নের ক্ষমতা দিয়ে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ সংসদে পাস হয়েছে। শনিবার আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে এটি কণ্ঠভোটে পাস হয়। এখন রাষ্ট্রপতি এ বিলে স্বাক্ষর করলেই তা কার্যকর করা যাবে। এ আইন অনুযায়ী সীমানা নির্ধারণ ছাড়াই এখন করা যাবে সংসদীয় নির্বাচন।

বিদ্যমান আইনের আটটি ধারার স্থলে নতুন আইনে নয়টি ধারা থাকছে। নতুন ধারাটিতে নির্বাচন কমিশনকে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, যা বিদ্যামান আইনে নেই।

Share this news on: