আগামী বছর চালু হবে কাওলা-তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আগামী বছরের শেষ নাগাদ রাজধানীর কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করার পরিকল্পনা করছে সরকার। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশের ৬৬ শতাংশ শেষ হয়েছে। ২০২২ সালের মধ্যে বাকি কাজ শেষ হবে। আর পুরো কাজ শেষ হতে ২০২৩ সালের জুন মাস নাগাদ লেগে যেতে পারে বলেও জানান তিনি।


Share this news on: