মৌলভীবাজারে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৫

মৌলভীবাজারের পারাবত ট্রেনের সঙ্গে ধাক্কায় মাইক্রোবাসের ৩ জন যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেল লাইন ক্রস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট যাচ্ছিল আন্তনগর পারাবত ট্রেন। পথে হোসেনপুর এলাকায় মাইক্রোবাসটি দ্রুত রেললাইন অতিক্রম করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেখান থেকে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে।

ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেল লাইন ক্রস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে

কুলাউড়া থানার ওসি বিনয় ভুনষ রায় জানান, ৩ জন ঘটনাস্থলেই মারা গেছেন।  আহতদের মধ্যে আরও ৩ জনের অবস্থা সংকটাপন্ন। 

আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা সিলেট থেকে রওনা দেন। ভাটেরা এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুটি মাইক্রোবাস নিয়ে তারা রওনা দেন। প্রথমটি রেলক্রসিং পার হলেও অপর মাইক্রোবাসটি আর পার হতে পারেনি। এর আগেই ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে একই পরিবারের ১০ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে শিশুসহ তিনজন মারা গেছেন।

Share this news on: