সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা দেশে এসেছে

চীন  থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা আগামীকাল শনিবার সকালে ঢাকা পৌঁছাছে।
 ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে পাশে থাকবে। বাংলাদেশের যখন প্রয়োজন হবে, তখনই চীনকে পাশে পাবে।
দেশে গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের পাঁচ লাখ টিকা আসে। সেই টিকা চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু টিকা সরাসরি কেনার নীতিগত অনুমোদন দেয়।
পরে পর্যায়ক্রমে কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা দেশে আসে।




Share this news on: