আইপিএল খেলতে সাকিব গেলেন দুবাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আর মুস্তাফিজ। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজের ঠিকানা রাজস্থান রয়্যালস।

রবিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হন সাকিব।  এরপর সেখানে পৌঁছান তিনি।

তবে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি মুস্তাফিজ। জটিলতার সমাধান হলে  সোমবার আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন মুস্তাফিজ।

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৯ মার্চ। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।

সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুটি টিকা নেওয়া থাকলে দর্শকরা মাঠে ঢুকতে পারবেন।’ আরও জানা গেছে, ‘যদি কারও দুই ডোজ টিকা নেওয়া থাকে তাহলে মাঠে এসে খেলা দেখতে পারবেন। তবে সেই টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তালিকাভুক্ত হতে হবে।’


Share this news on: