নাইজেরিয়ার নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত

ভোট গ্রহণের জন্য নির্ধারিত সময়ের মাত্র কয়েকঘণ্টা আগে স্থগিত করা হয়েছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন।

শনিবার সকালে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের মাত্র পাঁচ ঘণ্টা আগে ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশনের (আইএসইসি) পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। দেশটির রাজধানী আবুজায় আইএসইসির এক জরুরি বৈঠকের পর ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। খবর বিবিসি।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি ওই ভেটগ্রহণ হবে। এক সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়ে আইএসইসির চেয়ারম্যান মাহমুদ ইয়াকুব বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনের ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচনের সংকল্প ছিল আমাদের। ভোট নিয়ে সচেতনভাবে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালেও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সাংবিধানিক নির্বাচন ৬ সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছিল।

 

টাইমস/জিএস

Share this news on: