কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে দুভোর্গ চরমে

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীদের চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে। দীর্ঘদিনের এ দুর্ভোগ কবে শেষ হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে জনসাধারণের চলাচলে স্বস্তি আনতে ফোর লেনে উন্নীত করার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত সড়কে ফোর লেনে উন্নয়নের কাজ শুরু হয়েছে। ৫৯ কিলোমিটার সড়কে ব্যয়ে হবে ২ হাজার ১শ’ ৭০ কোটি টাকা। কাজটি ২০২০ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

তবে কাজ চলাকালে পানি না দেয়ায় ধুলাবালিতে সমস্যায় পড়ছে যাত্রী ও রোগীরা। এছাড়া কোথাও কোথাও সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণকাজ চলছে। এতে ঝুঁকিসহ অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এদিকে ২০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শিগগির সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে ফোর লেনের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টাইমস/ কেআরএস

Share this news on: