সেনাবাহিনীর বহরে যোগ হলো দুটি হেলিকপ্টার

বাংলাদেশ সেনা বাহিনীর বহরে যুক্ত হল অত্যাধুনিক প্রযুক্তির নতুন দুটি বেল ৪০৭ জিএক্সআই হেলিকপ্টার।

আজ সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেসে হেলিকপ্টার দুটির উদ্বোধন করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।


এসময় সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে সেনাবাহিনীর অর্জনগুলো সম্ভব হয়েছে।'


উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে রসদ সরবরাহ, দেশের যেকোনও স্থান থেকে লোকজনকে সরানোসহ বিভিন্ন কাজে আর্মি এভিয়েশন কাজ করছে। চট্টগ্রামের গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে আর্মি এভিয়েশন বেস স্থাপন করা হয়েছে, যা আভিযানিক চাহিদা পূরণ করবে।’


যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির নতুন দুটি হেলিকপ্টার যুক্ত হওয়ায় নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

Share this news on: