বিবিসির তালিকায় প্রভাবশালী পাঁচ ব্যক্তির মধ্যে শেখ হাসিনা

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি'র চোখে গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে প্রভাবশালী পাঁচ আলোচকের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এক প্রতিবেদনে প্রভাবশালী পাঁচ আলোচকের তালিকা প্রকাশ করেছে গণমাধ্যমটি। কপ–২৬ সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা প্রভাবশালী এই পাঁচ ব্যক্তির ওপর নির্ভর করছে বলে মনে করছে বিবিসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের মুখপাত্র হিসেবে উল্লেখ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা ৪৮ দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের হয়ে বক্তব্য দিয়েছেন। তিনি একজন অভিজ্ঞ ও স্পষ্টভাষী রাজনীতিবিদ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন চীনের ঝাই জেনঝুয়া, সৌদি আরবের আয়মান শাসলি, ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা এবং ইউরোপের টেরিজা রিবেরা।

Share this news on:

সর্বশেষ