বাংলাদেশে স্থগিত করা টিকা রফতানি কার্যক্রম আবারও চালু করেছে ভারত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর স্থগিত করা টিকা রফতানি কার্যক্রম আবারও চালু করেছে ভারত। শুরুতে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ইরানে টিকা রফতানি করবে দেশটি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর চলতি বছরের এপ্রিল-মে মাসে টিকা রফতানি বন্ধ করে ভারত সরকার। এর পরের ৮ মাসে নিজেদের দেশে ১০০ কোটির কাছাকাছি মানুষেকে টিকার আওতায় আনার পর এখন ওই নিষেধাজ্ঞা কিছুটা শিথীল করল তারা। টিকা রফতানিতে যেসব বাণিজ্যিক চুক্তি করা হয়েছিল সেগুলোও সাময়িকভাবে স্থগিত ছিল এতদিন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার ওপর ভরসা করেই টিকা কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ। এরপর হঠাত করে ভারত চুক্তি থেকে সরে এলে টিকা সংকটে পড়তে হয় বাংলাদেশকে। পরে চীনসহ অন্যান্য উৎস থেকে টিকাপ্রাপ্তি নিশ্চিত হলে সংকট কাটিয়ে পুরোদমে টিকা কার্যক্রম শুরু হয় বাংলাদেশে।   

Share this news on: