বেসরকারি কলেজে আর অনার্স কোর্স খোলা হবে না: শিক্ষামন্ত্রী

নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এ সময় দীপু মনি বলেন, দেশে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়ে কথাবার্তা হচ্ছে। আগে যারা নিয়োগ পেয়েছেন তাদের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন।

এরমধ্যে আমরা আরও কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা আছে তাদেরও করা হবে। তবে নতুন করে শিক্ষক নেয়া হবে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো আছে কীভাবে সেগুলোর শিক্ষার মান আরও উন্নত করা যায়, এই চতুর্থ শিল্পবিপ্লবের যে সকল চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবিলা করার জন্য আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্জন করার আছে সেটার জন্য আমাদের শিক্ষার্থীদের কীভাবে প্রস্তুত করতে পারি, এছাড়া দেশে বেকারত্ব কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা কী করে দিতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করছি।

স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও উপস্থিতির হার সন্তোষজনক নয়। উপস্থিতি বাড়াতে সরকারের সব ধরনের পদক্ষেপ রয়েছে।

Share this news on: