বাসে হাফ ভাড়া দেয়ায় ছাত্রীকে হেলপারের ধর্ষণের হুমকি, প্রতিবাদে বিক্ষোভ

হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঠিকানা পরিবহনের একটি বাসে ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে চালকের সহকারী। এই হুমকির প্রতিবাদে বকশীবাজারে সড়ক অবরোধ করেছেন বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। 

 তাদের সঙ্গে ঢাকা কলেজ সহ আশেপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্সাথীরা যোগ দেয়। প্রায় ৩ ঘন্টা সড়ক  অবারোধের পর ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ তুলেন নেন  শিক্ষাথীরা।

রোববার (২১ নভেম্বর) সকালে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা। এসময় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হোসেনি দালান সংলগ্ন সড়কে যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানায়, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাস ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। কম ভাড়া দেওয়ায় ছাত্রীদের গায়ে হাত দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। ওই ছাত্রীকে হেলাপার পাশবিক নির্যাতন চালানোরও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। লাঞ্ছনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন।

Share this news on:

সর্বশেষ