শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ

গত দুইমাসে অব্যাহতি দেয়া হয়েছে বিভিন্ন পর্যায়ের অন্তত ৫০ জন নেতাকর্মীকে।  
গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বহিস্কারাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে গত দু'দিন ধরে সবচেয়ে আলোচিত বিষয়।

তবে সবচেয়ে বড় আকারে বহিষ্কার চলছে সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ফরিদপুর, ঠাকুরগাঁও, নওঁগাসহ বেশ কয়েকটি জায়গায় সাময়িক বহিষ্কার হয়েছেন অর্ধশত নেতাকর্মী।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়া। শুধু তারাই নন, যারা তাদের সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, সাংগঠনিক ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে শৃঙ্খলা মেনে চলতে সবাই উৎসাহী হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা বলছেন, ইউপি নির্বাচনে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। এ সংখ্যা আরো বাড়বে। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, তৃণমূলের কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কেন্দ্রীয়ভাবে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।  

দলের জেষ্ঠ্য নেতারা জানান, যারা বিদ্রোহীদের মদদ দিয়েছেন তাদের তালিকা করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে, পরবর্তীতে কেউ আর এমন করার সাহস পাবে না। আর তৃণমূলে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আওয়ামী লীগের মতো বড় দলে কোন প্রভাব পড়বে না।  

আওয়ামী লীগে সবশেষ আলোচিত ছিল, ২০১৪ সালে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর বহিষ্কার।

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024