বিএনপিপন্থী আইনজীবীদের কাছে সময় চেয়েছেন আইনমন্ত্রী

আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, আমি স্মারকলিপি নিলাম, কিন্তু আজকে যদি প্রিম্যাচিউরড কিছু বলি, সেটা সঠিক হবে না। আমাকে একটু সময় দিতে হবে। আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করব। কেউ জানে বেঁচে থাকুক বা জানে বেঁচে না থাকুক, সেটা আমাদের উদ্দেশ্য না।

দুপুর ১টা ৫০ মিনিটে বৈঠকটি শুরু হয়। এরআগে, দুপুর পৌনে ২টায় স্মারকলিপি দিতে সচিবালয়ে পৌঁছান আইনজীবীরা।


Share this news on: