একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে রাজধানীতে যেসব রাস্তা বন্ধ থাকবে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে জনসাধারণ চলাচলে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ও বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি রাত আটটা থেকে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণপূর্বক ফিরে না যাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের কার্ডধারী শিক্ষক, ছাত্র, কর্মচারী ব্যতিত কোন বহিরাগত প্রবেশ করতে পারবেন না।

এছাড়াও ২০ ফেব্রুয়ারি রাত আটটা থেকে ২১ ফেব্রুয়ারি অপরাহ্ণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে নীলক্ষেত, পলাশী, ফুলাররোড, বকশিবাজার, চানখারপুল, শহীদুল্লাহ হল, দোয়েল চত্ত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্ত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ ইন্টারসেকশন সমূহে রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন ব্যবস্থা কার্যকরি করা হবে।

১৯ ফেব্রুয়ারি রাত আটটা থেকে ২০ ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত রাস্তায় আলপনা অংকনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তা বন্ধ থাকবে। এ লক্ষ্যে শিববাড়ি, জগন্নাথ হল ও রোমানা চত্বর ক্রসিং গুলো হতে ওই সময় গাড়ি ডাইভারশন দেয়া হবে। এছাড়াও একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এবং ভিআইপিগণের একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের পরে সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী, জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। শ্রদ্ধা নিবেদনের সময় যারা গাড়ি নিয়ে আসবেন পলাশী ক্রসিং এ গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে শহীদ মিনার পর্যন্ত গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সর্বসাধারণ নীলক্ষেত-পলাশী, পলাশী- ঢাকেশ্বরী সড়ক সমূহে তাদের গাড়ি পার্ক করতে পারবেন।

পলাশী হতে শহীদ মিনার পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার সময় জগন্নাথ হলের সামনে আর্চওয়ে দিয়ে চেক করে প্রবেশ করানো হবে জানিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলে ব্যাগ বা সন্দেহজনক কোন জিনিস সঙ্গে আনবেন না। এছাড়াও শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রচারকৃত মাইকের দিকনির্দেশনা সকলে মেনে চলার অনুরোধ করা হয়েছে।

 

টাইমস/কেআরএস/এইচইউ

Share this news on: