প্রযুক্তিবিদদের মিলনমেলায় রোবট ইনোভেটরস মিটআপ

উদ্ভাবন প্রিয় প্রযুক্তিবিদদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো “রোবট ইনোভেটর’স মিটআপ”।  মিটআপে ২৩ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বিজয়ী বাংলাদেশী দলকে সংবর্ধনা দেয়া হয়। 

শনিবার ৮ই জানুয়ারি রাজধানী ঢাকায় এই মিটআপ আয়োজন করা হয়। 

বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে সারাদেশ থেকে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এবং রোবটিক্স এক্সপার্ট হিসেবে প্রায় ১৫ জন প্রযুক্তিবিদ মিটআপে যোগ দেন। 

ইনোভেশন ফোরাম জানায়, মূলত বাংলাদেশে রোবট নিয়ে যারা কাজ করছেন তাঁদের এক প্ল্যাটফর্মে এনে নিজেদের লক্ষ্য নির্ধারণ এবং আগামী দিনের করণীয় নির্ধারণ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে “।


বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহীদ উল মুনির এর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। 

তিনি তাঁর প্রবন্ধে আগামী দিনে রোবট কিভাবে প্রযুক্তি দুনিয়ার আমূল পরিবর্তন আনবে সেটা নিয়ে আলোকপাত করেন এবং কিভাবে এই খাতে শিক্ষার্থীরা নিজেদের আরো সম্পৃক্ত করতে পারে সেই ব্যাপারে ধারণা দেন। প্রবন্ধে তিনি বলেন “আগামীর শিল্প বিপ্লবে মুখ্য ভুমিকা রাখবে রোবট “। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব নাহিদা সুলতানা মল্লিক। 

তিনি তাঁর বক্তব্যতে বলেন – “রোবট আমাদের প্রাত্যহিক জীবনে নিত্য প্রয়োজনীয় হয়ে উঠছে।ফ্রন্ট্রিয়ার টেকনোলজি হিসেবে আমাদের রোবটিক্স এর ব্যাপারে আরো উদ্যোগী হতে হবে। ডিজিটাল ইকোনমি ও নলেজ বেইজড সোসাইটি গড়ে তুলতে হলে এমন আয়োজনের বিকল্প নেই বলে অভিমত প্রদান করেন তিনি ।তিনি বলেন, আগামী দিনে রোবট এর মাধ্যমে নানান উদ্ভাবন পৃথিবীতে নতুন নতুন বিস্ময় তৈরি করবে” । 

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু আয়োজন সম্পর্কে বলেন “ আগামীতে আমরা সারা বাংলাদেশে রোবট নিয়ে যারা কাজ করছেন উনাদের সবাইকে আমাদের সাথে সংযুক্ত করতে চাই “। 

আরও উপস্থিত ছিলেন, প্রাইডসিস আইটির ফাউন্ডার এন্ড সিইও মনোয়ার ইকবাল, টেক টেরেইন আইটি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান সেলিম, কিউটেক সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ রুবেল, স্ট্রেইট এর সিটিও এবং কো-ফাউন্ডার  জুবায়ের আল বিল্লাল খান, জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্সড টেকনলোজি রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফারহান ফেরদৌস, কনফিগভিআর ও কনফিগআরবট এর প্রতিষ্ঠাতা ও সিইও রুদমিলা নওশিন এবং এমএমএস গ্লোবাল সার্ভিসেস- এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ মুসা।

Share this news on:

সর্বশেষ

img
সাকিব-মুস্তাফিজের বোলিং তোপে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয় May 10, 2024
img
বলিউডের নতুন জুটি হচ্ছেন সালমান-রাশমিকা May 10, 2024
img
ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী May 10, 2024
img
সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন বন্ধের নির্দেশ May 10, 2024
img
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শনিবার May 10, 2024
img
টঙ্গী পর্যন্ত বাড়ছে মেট্রোরেলের লাইন May 10, 2024
img
আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের May 10, 2024
img
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা May 10, 2024
img
চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ May 10, 2024
img
ভোটের আগে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল May 10, 2024