সবজির দামে স্বস্তি

বাজারে অনেকটা কমেছে সবজির দাম। আপাতত, বাজারে সব সবজিই মিলছে কম দামে। তাই বাজারে গিয়ে, আপাতত সবজি কিনেই ব্যাগ ভরাচ্ছে সাধারণ মানুষ।

টমেটোর প্রতি কেজির দাম ৩০ টাকা।কাচা মরিচ পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি,শশার দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা আবার ফুলকপি পাওয়া যাচ্ছে ৩০ টাকা পিচ। অন্য শাক-সবজিও মিলছে আগের থেকে কম দামে। 

তবে খোলা আটা কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা; আগের সপ্তাহ যা ছিল ৩৩ থেকে ৩৪ টাকা। তবে প্যাকেটজাত আটার দাম বাড়েনি। আগের মতো প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে প্যাকেটজাত ময়দার দাম বেড়ে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা; আগের সপ্তাহ যা ছিল ৫০ থেকে ৫৫ টাকা।

এদিকে ব্যবসায়ীরা ভোজ্যেতেলের দাম বাড়াতে প্রস্তাব দিলেও তাতে সায় দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এরমধ্যেই খোলা সয়াবিন তেল লিটারে ৩ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৪৮ টাকায়। আগের সপ্তাহে এ দর ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা।

তবে বোতল বা প্যাকেটজাত তেলের দাম এখনও বেড়েছে বলে জানা যায়নি। আগের মতোই ব্র্যান্ডভেদে প্রতি লিটার ১৫৮ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে পাম অয়েলের দামও লিটারে ১/২ টাকা বেড়ে ১৩২ থেকে ১৩৬ টাকায় বিক্রি হচ্ছে; গত সপ্তাহ যা ছিল ১৩০ থেকে ১৩৬ টাকা।

Share this news on: